জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ ইউনেস্কোর “মেমোরী অফ দ্য ওয়াল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টার”-এ অন্তভূক্তির মাধ্যমে “বিশ্ব ঐতিহ্যে”র স্বীকৃতি লাভের অসামান্য অর্জন উপলক্ষে রাজবাড়ীতে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসনের উদ্যোগে আজ শনিবার সকালে এ উপলক্ষে কালেক্টরেট চত্বর থেকে বের করা হয় বর্নাঢ্য আনন্দ শোভাযাত্রা। এটি জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
শোভাযাত্রায় রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরাম আলী, সংরক্ষিত মহিলা আসনের এমপি কামরুন্নাহার চৌধুরী লাভলী, জেলা ও দায়রা জজ আমিনুল হক, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ড. একেএম আজাদুর রহমান, পুলিশ সুপার সালমা বেগম পিপিএম, সিভিল সার্জন ডা: রহিম বকস, রাজবাড়ী সরকারী কলেজের অধ্যক্ষ মোঃ খলিলুর রহমান, পৌরসভার মেয়র মহম্মদ আলী চৌধুরীসহ জেলা ও পুলিশ প্রশাসনের উদ্ধর্তন কর্মকর্তা, সরকারী, বে-সরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ গ্রহণ করে।
পরে অফিসার্স ক্লাবে চিত্রাংকন, সকল শিক্ষা প্রতিষ্ঠানে রচনা, কুইজ ওসাধারণ জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।