বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির রাজবাড়ী জেলা ইউনিটের ত্রিবার্ষিক নির্বাচন শনিবার রাজবাড়ী জেলা শিল্পকলা একাডেমীতে সম্পন্ন হয়েছে।
নির্বাচনে সহ-সভাপতি ও সাধারন সম্পাদকসহ প্রতিটি পদে বিনা প্রতিদন্দ্বিতায় নির্বাচিত হন।
রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার পদাধিকার বলে ইউনিটের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন। এছাড়া সহ সভাপতি পদে মুক্তিযোদ্ধা মহসিন উদ্দিন বতু, সাধারন সম্পাদক পদে মো. আকরাম হোসেন, সদস্য নাসির উদ্দিন রনি, নজরুল ইসলাম, আতিয়ার রহমান চৌধুরী রতন, শামীমা আক্তার মুনমুন, হেলাল উদ্দিন সরদার।
গোয়ালন্দ পৌরসভার কাউন্সিলর ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন রনি ২য় বারের মত বিনা প্রতিদ্বন্দ্বিতায় কার্যকরী সদস্য পদে নির্বাচিত হলেন।