সোহেল রানা ॥
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম রেজা রবিবার বিকালে মৎস্য দপ্তরের সহযোগিতায় বালিয়াকান্দি বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন। এসময় ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা করাসহ ৬ কেজি জাটকা ইলিশ জব্দ করে স্থানীয় এতিমখানায় প্রদান করেছে।
উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের উচ্চমান সহকারী এসএম আসলাম জানান, বালিয়াকান্দি বাজারে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম রেজা ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন। এসময় মৎস্য ব্যবসায়ী ফরিদপুর জেলার মধুখালী উপজেলার গাড়াকোলা গ্রামের সাহেব আলীর ছেলে আসাদ আলীকে ১হাজার টাকা ও বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের বিলপাকুরিয়া গ্রামের আসমত আলীর ছেলে আকবর আলীকে ১ হাজার টাকা করে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ এর ৫ ধারায় জরিমানা আদায় করেন।
এসময় ৬ কেজি জাটকা ইলিশ জব্দ করার পর স্থানীয় দু,টি হাফেজিয়া মাদরাসা ও এতিম খানায় প্রদান করেন। অভিযানে সহযোগিতা করেন, উপজেলা মৎস্য কর্মকর্তা শিরিন শারমিন খান, সহকারী মৎস্য কর্মকর্তা রবিউল হক, আনসার ভিডিপি সদস্য ও থানা পুলিশ।