ফরিদপুরের মধুখালীর মরিচ বাজার মোড়ে সড়ক দুর্ঘটনায় জাহিদা বেগম (৫০) নিহত হয়েছে। সোমবার দুপুর ২ টার দিকে এ ঘটনা ঘটে। নিহত জাহিদা বেগমের বাড়ি মধূখালী উপজেলার সমসকান্দী গ্রামের হাসেম সেখের স্ত্রী।
মধুখালী থানার এসআই গিয়াসউদ্দিন জানান, জাহিদা বেগম তার স্বামী ও ছেলে জাহিদুল কে নিয়ে ভ্যানে মধুখালী বাজারের দিকে আসছিলেন। এমন সময় মাগুরা থেকে ফরিদপুরের উদ্দেশ্যে ছেড়ে আসা মাম পরিবহন ঢাকা মেট্রো-ব ১১-০৪৯৬ ভ্যানটিকে ধাক্কা দিলে জাহিদা বেগম নিহত হয় এবং ভ্যান চালক হামেদ আহত হয়। স্থানীয় জনতা আহত হামেদ কে মধুখালী উপজেলা কমপ্লেক্সে হাসপাতালে ভর্তি করে।