রাজবাড়ীতে সাত দিন ধরে নিখোঁজ রয়েছে এইচএসসি পরীক্ষার্থী মেধাবী ছাত্র শ্যামলাল সরকার অন্তু। সে রাজবাড়ী শহরের ভবানীপুর ড্রাইচ ফ্যাক্টরী এলাকার শ্রীবাস সরকারের ছেলে।
আগামী বছর রাজবাড়ী সরকারি কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দেয়ার প্রস্তুতি নিচ্ছিল সে। নিখোঁজের ঘটনায় অন্তুর মা সোনালী সরকার গত ৩ ডিসেম্বর রাজবাড়ী সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। অন্তুকে না পেয়ে ভীষণ উদ্বিগ্ন হয়ে পড়েছে তার পরিবার।
পারিবারিক সূত্র জানায়, অন্তুর এইচএসসি’র নির্বাচনী পরীক্ষা চলছিল। ১২ টি পরীক্ষার মধ্যে ১০টি দিয়েছে। নিখোঁজ থাকায় বাকী দুটি পরীক্ষা দিতে পারেনি। গত ১ ডিসেম্বর শুক্রবার রাত সাড়ে আটটার দিকে অন্তু বিরিয়ানী খাওয়ার জন্য তার মায়ের কাছে জমিয়ে রাখা ছয়শত টাকা নিয়ে বাড়ি থেকে বের হয়। এরপর সে আর ফিরে আসেনি। ওই দিন রাতে বাড়ি ফিরে না আসায় বন্ধু বান্ধবের বাড়িতে খোঁজ খবর নেয়া হয়।
পরদিনও যখন ফেরেনি তখন সব জায়গায় খোঁজ নেয়া হয়। কিন্তু কোথাও তাকে পাওয়া যায়নি।অন্তুর মা সোনালী সরকার বলেন, অন্তু পিএসসি পরীক্ষায় বৃত্তি ও জেএসসি পরীক্ষায় জিপিএ ৫ পেয়েছিল। এসএসসি পরীক্ষায় জিপিএ ৪.৫৮ পেয়েছে। খুব ভালো ছেলে অন্তু। কারো সাথে কোনো ঝুট ঝামেলা ছিলনা তার।
রাজবাড়ী সদর থানার ওসি তারিক কামাল জানান, এইচএসসি পরীক্ষার্থী নিখোঁজের ঘটনায় দেশের সকল থানায় বার্তা পাঠানো হয়েছে। পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত করছে। তাকে উদ্ধারের সর্বাত্মক চেষ্টা চলছে।