সারা দেশের ন্যায় রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ ও বাংলাদেশ পুজা উদযাপন পরিষদের আয়োজনে অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্ঠান ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার বীর উত্তম চিত্ত রঞ্জন দত্ত (সিআর দত্ত) স্মরণে শ্রদ্ধাঞ্জলী প্রদান করা হয়েছে।
মঙ্গলবার বিকাল সাড়ে ৩টায় ইলিশকোল-রায়পুর মহাশ্মশান ও মন্দির প্রাঙ্গণে সিআর দত্তের স্মরণে নিরবতা পালনের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। এসময় হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের উপদেষ্টা ও উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি রাম গোপাল চট্রোপাধ্যায়, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি সুজয় কুমার পাল, সাধারণ সম্পাদক ও পুজা পরিষদের সিনিয়র সহ-সভাপতি সনজিৎ কুমার দাস, পুজা পরিষদের সাধারণ সম্পাদক ও ঐক্য পরিষদের সহ-সভাপতি নিতিশ চন্দ্র মন্ডল, পুজা পরিষদের সহ-সভাপতি বিধান চন্দ্র ঘোষ, যুগ্ন সাধারন সম্পাদক কল্লোল কুমার বসু, নবাবপুর ইউনিয়ন পুজা পরিষদের সভাপতি দ্বীনেন্দ্রনাথ বিশ্বাস, জামালপুর ইউনিয়ন ঐক্য পরিষদের সাধারন সম্পাদক বিধান চন্দ্র সাহা, বহরপুর ইউনিয়ন পুজা পরিষদের সহ-সভাপতি প্রভাষ চন্দ্র দাসসহ ৭টি ইউনিয়নের পুজা ও ঐক্য পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় সিআর দত্তের স্মরণে একটি ফলদ বৃক্ষ ও ভারতের সাবেক রাষ্ট্রপ্রতি বাংলাদেশের জামাই প্রনব মুখার্জীর স্মরণে একটি ফলদ বৃক্ষ রোপন করা হয়।