রুবেলুর রহমান ॥
রাজবাড়ীর গোয়ালন্দ মোড়ে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। এতে ২-০ গোলে আলাদীপুর ফুটবল একাদশকে পরাজিত করে চাম্পিয়ান হয়েছে ধুলদী জয়পুর গোল্ডেন কাব। শনিবার বিকালে গোয়ালন্দ মোড় বঙ্গবন্ধু স্মৃতি সংসদের উদ্দ্যোগে গোয়ালন্দ মোড় টেক্সটাইল মিল মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
খেলা শেষে রানার্সআপ ও চাম্পিয়ান দলের খেলোয়ার ও টিম ম্যানাজারের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। এতে গোয়ালন্দ মোড় বঙ্গবন্ধু স্মৃতি সংসদের সভাপতি মোঃ শাহিন খানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোয়ালন্দ ভারপ্রাপ্ত উপজেলা পরিষদ চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী, গোয়ালন্দ উপজেলা যুবলীগের সভাপতি মোঃ ইউনুস মোল্লা, সাবেক বসন্তপুর ইউপি আওয়ামী লীগ সভাপতি আব্দুল মান্নান গাজী, রাজবাড়ী জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক সরকার, শহীদওহাবপুর ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুর রহমান মনো প্রমূখ। ফাইনাল খেলায় সেরা খেলোয়ার নির্বাচিত হয়েছেন ধুলদী জয়পুর গোল্ডেন কাবের সবুজ। চলতি বছরের ২১ সেপ্টেম্বর ১৬টি দল নিয়ে শুরু হয় এ টুর্নামেন্ট।