আগামী ২৩ ডিসেম্বর জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের ২য় রাউন্ড উদযাপন উপলক্ষে রাজবাড়ীতে জেলা পর্যায়ে সাংবাদিকদের ওরিয়েন্টশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকালে সিভিল সার্জন অফিসের আয়োজন ও জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান ও জাতীয় পুষ্টি সেবা স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে এ ওরিয়েন্টেশন কর্মশালা হয়।
এতে সিভিল সার্জন ডাঃ মোঃ রহিম বকস এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতিে ্যাডঃ খান মোঃ জহুরুল হক, সাধারন সম্পাদক খন্দকার আব্দুল মতিন, কালের কণ্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ জাহাঙ্গীর হোসেন প্রমূখ।
এছাড়া জেলার ইলেকট্রেনিক, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা এতে উপস্থিত ছিলেন।
সিভিল সার্জন কার্যালয়ের জুনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মোকারোমা মানঞ্জুরা’র সঞ্চালনায় পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করেন, সিভিল সার্জন কার্যালয়ের এমওসিএস ডা. কাজী সফিউল আজম।
জেলার ৫টি উপজেলায় ৩টি পৌরসভা, ৪২ টি ইউনিয়নের ১২৬ টি সাবেক ওয়ার্ড , ৫টি স্থায়ী, ৪২টি অতিরিক্ত, ১৯টি ভ্রাম্যমান টিকাদান কেন্দ্রসহ মোট ১১৫৮টি কেন্দ্র রয়েছে।
ক্যাস্পেইনে ৬-১১ মাস বয়সী শিশুর সংখ্যা ১৪ হাজার ৪০৭ জন ও ১২-৫৯ মাস বয়সী শিশুর সংখ্যা ১ লক্ষ ১২ হাজার ২৬৪ জন শিশুকে ভিটামিন ক্যাপসুল খাওয়ানো হবে। এ ক্যাম্পেইনে শিক্ষকসহ সেচ্ছাসেবকের সংখ্যা ১ হাজার ৭৩৪ জন, সরকারী টিকাদান কর্মীর সংখ্যা ৫ ৮২ জন, ১ম সারির সুপার ভাইজার ১২৬ জন ও ২য় সারির সুপার ভাইজার ৪২জন।
ক্যাম্পেইনের দিন কেন্দ্র গুলো সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে খোলা থাকবে। কর্মশালায় ক্যাম্পেইন সফল করতে সবার সহযোগীতা কামনা করেন সিভিল সার্জন।