করোনায় আক্রান্ত হয়ে সচেতন নাগরিক কমিটি (সনাক) রাজবাড়ী জেলা শাখার সাবেক সভাপতি, রাজবাড়ী সরকারী আদর্শ মহিলা কলেজের সাবেক সহকারী অধ্যাপক ও সিরাজগঞ্জের শাহজাদপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক খন্দকার তাহিরা হাসান কাজল (৫০) বুধবার সকালে রাজধানী ঢাকার ইউনাইটেড হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লা …রাজিউন)।
মৃত্যুকালে স্বামী, ১ মেয়ে ও ২ ছেলেসহ অসংখ্য আত্নীয় -স্বজন ও শুভাকাংখি রেখে গেছেন। বুধবার বিকালে তার মরদেহ রাজবাড়ী জেলা শহরের বড়পুর এলাকার বাড়ী নিয়ে আসা হয়। মাগরিবের নামাজের পর জেলা শহরের শহীদ খুশি রেলওয়ে ময়দানের কেন্দ্রীয় ঈদগাঁয়ে নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরে রাজবাড়ী পৌরসভার নতুনবাজার কবরস্থানে মরদেহ দাফন করা হবে।
