রাজবাড়ীর কালুখালীতে বুধবার ইয়াবাসহ আলহাজ শেখ (১৯) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৮। সে কালুখালী উপজেলার মাঝবাড়ী গ্রামের খালেক শেখের ছেলে।
র্যাব-৮, সিপিসি-২, ফরিদপুর ক্যাম্প সূত্র জানায়, র্যাবের একটি বিশেষ আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ১৩ জানুয়ারী বিকালে রাজবাড়ী জেলার কালুখালী থানাধীন চাঁদপুর বাসস্ট্যান্ড বাজার এলাকা হতে অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী আলহাজ শেখকে আটক করে। এ সময় আটককৃত আসামীর হেফাজতে থাকা ২৯৫ (দুইশত পঁচানব্বই) পিচ ইয়াবা ট্যাবলেট, নগদ ৫০০/-(পাঁচশত) টাকা এবং মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ০২ টি সীমকার্ডসহ ০১টি মোবাইল ফোন জব্দ করা হয়।
উদ্ধারকৃত মাদকদ্রব্য ইয়াবা ও অন্যান্য আলামত সহ গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে রাজবাড়ী জেলার কালুখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা প্রক্রিয়াধীন।
