মেহেদী হাসান ॥
রাজবাড়ী জেলা আওয়ামী লীগ কার্যালয়ে রাজবাড়ী সদর উপজেলা ছাত্রলীগের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। রবিবার দুপুরে সম্মেলনের উদ্ভোদন করেন জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক কাজী রাকিবুল হোসেন শান্তুনু।
রাজবাড়ী সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শামছুল সালেহীন অপুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন রাজবাড়ী সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ রমজান আলী খান। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন রাজবাড়ী সদর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক শেখ মোঃ ওয়াহিদুজ্জামান। প্রধান বক্তা হিসেবে বক্তৃতা করেন রাজবাড়ী জেলা ছাত্র লীগের সভাপতি মোঃ জাকারিয়া মাসুদ রাজিব। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক সাইফুল ইসলাম এরশাদ, রাজবাড়ী সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রাকিবুল ইসলাম পিয়াল, সদর উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক রুহুল আমীন প্রমুখ।
এর আগে সকালে জাতীয় সঙ্গীতের তালে তালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও পায়রা উড়িয়ে ছাত্রলীগের বার্ষিক সম্মেলনের উদ্বোধন করে অতিথিবৃন্দ।