শরিফুল ইসলাম ॥
রাজবাড়ীর পাংশা বাহাদুরপুর ইউনিয়নের তারাপুর নদীর ঘাটে বৃহস্পতিবার দুপুর ১টায় পানিতে ডুবে আব্দুস সামাদ (১৫) নামের এক কিশোরর মৃত্যু হয়েছে। সে স্থানীয় ইউ.পি সদস্য বিল্লাল মন্ডলের ছেলে।
সরেজমিনে জানাযায়, বৃহস্পতিবার দুপুরে বাহাদুরপুর আব্দুস সামাদ ও তার দুই বন্ধু সিয়াম (১৪) ও আদিপ (১৬) গোসল করার উদ্দেশ্যে নদীতে যায়। তারা গোসল করার সময় তারাপুর ঘাট থেকে সাঁতরিয়ে কিছুটা এগিয়ে গেলে তাদের পায়ের সাথে ছ্যাওলা পেঁচিয়ে যায়। এমতাবস্থায় সিয়াম ও আদিপ জীবন নিয়ে পাড়ে আসতে পারলেও আব্দুস সামাদ পারেনি।
পরে এলাকাবাসী নৌকা নিয়ে তাকে উদ্ধার করার জন্য ছুটে গেলেও তাকে জীবিত উদ্ধার করতে পারেনি। লাশ হয়ে বাড়িতে ফিরেছে বাবা মায়ের একমাত্র সন্তান আব্দুস সামাদ।
উল্লেখ্য যে, বাহাদুরপুর ইউনিয়নের এই পদ্মানদীতে গত ৫ই অক্টোবর রফিক প্রমানিকের ছেলে মকবুল ও ২২শে অক্টোবর ফয়জদ্দি মন্ডলের ছেলে রফিক মন্ডলের মৃত্যু হয়।