মাসুদ রেজা শিশির ॥
রাজবাড়ীর পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে আগামী ২৩ ডিসেম্বর জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন (২য় রাউন্ড) সুন্দর সুষ্ঠ ভাবে উদ্যাপনের লক্ষ্যে উপজেলা অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনফারেন্স রুমে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ নূরুল ইসলামের সভাপতিত্বে মোঃ তৌবুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মোঃ ফরিদ হাসান (ওদুদ)।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) শেখ রাশেদউজ্জামান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা খোন্দকার শফিকুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ বছির উদ্দিন প্রমুখ। এসময় স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
পাংশা উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডাঃ মোঃ নূরুল ইসলাম জানান, উপজেলার ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় অস্থায়ী ভাবে ২৬৪টি টিকাদান কেন্দ্র, স্থায়ী ১টি, ভ্রাম্যমান টিকাদান কেন্দ্র ২টি, অতিরিক্ত ১০টি কেন্দ্রে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। ৬-১১ মাস শিশুর সংখ্যা ৩০০০ জন, ১২-৫৯ মাস শিশুর সংখ্যা ২৪০০০ জন রয়েছে। ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে শিক্ষকসহ ৫৫৪ জন স্বেচ্ছাসেবক কাজ করবে। ২৩ ডিসেম্বর সকাল ৮টা থেকে বিকাঠ ৪টা পর্যন্ত টিকাদান কেন্দ্র খোলা থাকবে।