রাজবাড়ীর পদ্মা নদীতে বিশাল আকৃতির একটি কাতল মাছ ধরা পরেছে। ওজন দিয়ে দেখা গেছে মাছটির ওজন সাড়ে ২৪ কেজি।
বুধবার সকালে রাজবাড়ীর দৌলতদিয়া ফেরি ঘাটের অদুরে মাঝ পদ্মায় জেলে মোশারফ হলদারের জালে মাছটি ধরা পরে। মাছটিকে পারে আনলে এক নজর দেখতে ভীর করে স্থানীয়রা। দৌলতদিয়া ফেরি ঘাটের শাকিল সোহান মৎস আড়তের মালিক শাজাহান মিয়া সম্রাট জানান, বুধবার সকালে পদ্মা নদীর মাঝখানে জাল ফেলে জেলে মোশারফ হলদার। এ সময় তার জালে এই কাতল মাছটি ধরা পরে। পরে আড়তে ডাকের মাধ্যমে এক হাজার ছয়শত পঞ্চাশ টাকা কেজি দরে মোট চল্লিশ হাজার চারশত পচিশ টাকায় কিনে নেওয়া হয়েছে। মাছটিকে বেশি দামে বিক্রির আশায় ঢাকায় পাঠানো হবে বলেও জানান তিনি।