মহান বিজয় দিবস ২০১৭ “বিজয় ৭১” উদযাপন উপলক্ষে রাজবাড়ীর চন্দনীতে বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন স্মৃতি মিনি ফুটবল টুর্নামেন্টের তৃতীয় রাউন্ডের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকালে “পরিবর্তনের অগ্রযাত্রায় সর্বত্র আমরা মানব কল্যাণে” এই প্রতিপাদ্যকে বুকে ধারন করে চন্দনী সেবা ও সাংস্কৃতিক সংঘের আয়োজনে চন্দনী টেকনিক্যাল এন্ড বিএম স্কুল এন্ড কলেজ ও রাজিয়া বেগম উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এ খেলা হয়।
এতে জেলা এস্কেভেটর মালিক সমিতির সভাপতি মিজানুর রহমান শাহিনুর এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঢাকা উইনার গ্রুপ অব কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন। এছাড়া এসময় চন্দনী সেবা ও সাংস্কৃতিক সংঘের সদস্যরা উপস্থিত ছিলেন।
খেলায় ইউনিয়ন আওয়ামী লীগ নেতা সেলিম রেজা ও ইউনিয়ন পরিষদ সদস্য যুবরাজের দল দুটি অংশ গ্রহন করেন।
উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন স্মৃতির স্মরণে ৮টি দল নিয়ে ১৬ ডিসেম্বর এ মিনি ফুটবল টুর্নামেন্ট শুরু হয়।