মাসুদ রেজা শিশির ॥
রাজবাড়ীর পাংশা উপজেলার মৌরাট ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে খান্দুয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এলজিএসপি-৩ এর আওতায় ২লক্ষ ৩০ হাজার টাকা ব্যায়ে ওই বিদ্যালয়ের শিশু শ্রেণী নির্মানের একটি প্রকল্প গ্রহণ করেছে মৌরাট ইউনিয়ন পরিষদ।
শনিবার কাজের অনিয়মের অভিযোগ তুলে স্থানীয়রা নির্মান কাজের কিছু অংশ ভেঙ্গে দিয়েছে বলে জানা গেছে। একই সাথে অভিযোগ রয়েছে দুস্থদের জন্য নির্মিত ঘরের টিন বাঁচিয়ে ওই বিদ্যালয়ের শিশু শ্রেণীতে লাগানো হয়েছে।
শনিবার সকাল ১০টার দিকে ওই বিদ্যালয় প্রাঙ্গনে গিয়ে দেখা যায়, নির্মানাধীন শিশু শ্রেণীর নতুন নির্মান করা ওয়ালের বিভিন্ন অংশ ভাঙ্গা হয়েছে। স্থানীয়রা বলছেন এখানে বরাদ্ধের এক তৃতীয় অংশের টাকা খরচ হবে বলে তাদের ধারনা।
এদিকে ওই কাজের পিআইসি কে এ নিয়ে রয়েছে ধু¤্রজাল। সংশ্লিষ্ট ইউপি সদস্য নাসির উদ্দিন এর কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি আগে শুনেছিলাম পিআইসি আমি এখন তা আর শুনতে পারছি না। এ কাজ করার সময় আমাকে কিছুই জানানো হয়নি।
এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মো. হাবিবুর রহমান প্রামানিক বলেন, ওই বিদ্যালয় এলাকায় কিছু দুষ্ট ছেলেরা সামন্য অংশ ভেঙ্গেছে বলে আমি শুনেছি। শুক্রবার রাত ৭টা প্রর্যন্ত সেখানে মিস্ত্রিরা কাজ করেছে। তবে ইউপি চেয়ারম্যান জানেন না কে এ কাজের ঠিকাদার। তিনি বলেন, এটা ইউপি সচিব বলতে পারবে। টিন প্রসঙ্গে ইউপি চেয়ারম্যান বলেন, কিছু টিন বেঁচে ছিল আমি সেটা অন্য একটি স্কুলে দিয়েছি।