সোহেল রানা ॥
ফরিদপুর চিনিকলের রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর আখ ক্রয় কেন্দ্রের সিআইসি ইকবাল হোসেনকে শনিবার সকালে মারপিট করেছে। এ ঘটনায় ওই সিআইসি বালিয়াকান্দি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
ফরিদপুর চিনিকলের বহরপুর আখ ক্রয়কেন্দ্রের সিআইসি ইকবাল হোসেন জানান, যোগদানের পর থেকে বহরপুর গ্রামের আজিজ শেখের ছেলে জিল্লু শেখ আখ উৎপাদনের জন্য অযৌক্তিক ঋনের জন্য দাবী করাসহ বিভিন্ন ধরনের হুমকি প্রদান করে আসছিল। তার খাতাপত্র পরীক্ষা করে দেখা যায় যে, জিল্লু শেখের নামে ঋন খেলাপীর মামলা রয়েছে। তার পিতা আজিজ শেখের নামেও ২হাজার ২শত ৯৭ টাকা ঋন রয়েছে। এ অবস্থায় তাকে ঋন প্রদান না করায় শনিবার সকালে অফিসের সামনে মহার দোকানের নিকট থেকে জিল্লু শেখ তাকে মারপিট করে। বিষয়টি নিয়ে থানায় লিখিত ভাবে অভিযোগ দায়ের করা হয়েছে।
বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ আমিনুল ইসলাম জানান, অভিযোগ হাতে পেয়েছি। তদন্ত পুর্বক ব্যবস্থা গ্রহন করা হবে।