সোহেল রানা ॥
রাজবাড়ীর বালিয়াকান্দি থানা পুলিশ শুক্রবার রাতে অভিযান চালিয়ে গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এ সময় টের পেয়ে পালিয়ে গেছে অপর মাদক ব্যবসায়ী।
বালিয়াকান্দি থানার এসআই মেজবাহ উদ্দিন আহম্মেদ শেখ জানান, সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার জামালপুর বাজার হতে মেগচামী সড়কের ইটের রাস্তার জাফরের দোকানের সামনে অভিযান চালিয়ে জামালপুর ইউনিয়নের বাঁধুলী খালকুলা চরপাড়া গ্রামের মোঃ বারেক শেখের ছেলে মোঃ রনি শেখ (১৯) দেহ তল্লাশী করে প্যান্টের পকেটে থাকা একটি সাদা পলিথিনের মধ্যে মোড়ানো ৫০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। এসময় তার সহযোগী চিহিৃত মাদক ব্যবসায়ী বাঁধুলী খালকুলা গ্রামের মৃত সামাদ মোল্যার ছেলে শাহীন মোল্যা (৪২) পালিয়ে যায়।
এ ব্যাপারে এসআই মেজবাহ উদ্দিন আহম্মেদ শেখ বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। গ্রেফতারকৃত রনি শেখকে শনিবার সকালে রাজবাড়ী আদালতে পাঠানো হয়েছে।