রাজবাড়ীর গোয়ালন্দে মঙ্গলবার দুপুরে ৪৭তম জাতীয় স্কুল-মাদ্রাসা পর্যায়ের শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি এ ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করে।
উপজেলা নির্বাহী অফিসার মো আবু নাসার উদ্দিনের সভাপতিত্বে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. নুরুল ইসলাম, জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি নুরুজ্জামান মিয়া, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মাসুদুর রহমান, একাডেমী সুপার ভাইজার তাহমিনা বেগম, গোয়ালন্দ প্রপার হাইস্কুলের প্রধান শিক্ষক হাবিবুর রহমান, দক্ষিণ উজানচর আলিম মাদ্রাসার সুপার মোজাফফর হোসেন, সাহাজদ্দিন মন্ডল ইন্সটিটিউটের প্রদান শিক্ষক আরিফা বেগমসহ বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মন্ডলী ও ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।