রাজবাড়ীর কালুখালী উপজেলার নির্বাহী অফিসারের কার্যালয়ে প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সাথে মঙ্গলবার মতবিনিময় করেছেন রাজবাড়ী জেলা প্রশাসক মো. শওকত আলী।
মতবিনিময়কালে উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী সাইফুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মো.নাজমুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোকসেদুল আলম, যুব উন্নয়ন অফিসার আবুল বাশার চৌধুরী, সমাজ সেবা অফিসার জিল্লুর রহমান, প্রাথমিক শিক্ষা অফিসার সরকার রওশন আরা প্রমুখ উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক মো.শওকত আলী বলেন, টেকসই উন্নয়নের জন্য শিক্ষা ব্যবস্থার উন্নয়ন করতে হবে। এজন্য শিক্ষকদের আন্তরিক হতে হবে। আমাদের দক্ষ শিক্ষক থাকলেও তাদের কারো কারো আন্তরিকতার অভাবে শিক্ষার্থীরা মানসম্পন্ন শিক্ষা পাচ্ছে না। ফলে দেশের উন্নয়ন ব্যহত হচ্ছে।
মতবিনিময়ের পর জেলা প্রশাসক শওকত আলী কালুখালী ভুমি অফিস, বোয়ালিয়া ইউনিয়ন পরিষদ ও ভুমি অফিস পরিদর্শন করেন। পরে নশরতশাহী আশ্রায়ন কেন্দ্রের দুঃস্থদের মাঝে কম্বল বিতরন করেন।