রাজবাড়ীর গোয়ালন্দ নাজির উদ্দিন সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক আব্দুল আজিজ বেপারী (৮৪) বুধবার দুপুরে বার্ধক্যজনিত কারণে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। তিনি গোয়ালন্দ পৌরসভার বদিউজ্জামান বেপারীর পাড়া মহল্লার বদিউজ্জামান বেপারীর ছেলে।
তিনি মুক্তিযোদ্ধা আবুল বাসার মিয়া ও ডিপ্লোমা কৃষিবিদ ইন্সটিটিউশন রাজবাড়ী জেলা শাখার সভাপতি আবুল হোসেনের বাবা। এছাড়া দৈনিক প্রথম আলো পত্রিকার গোয়ালন্দ প্রতিনিধি রাশেদুল হক রায়হান ও রাজবাড়ীবিডি.কম এর নির্বাহী সম্পাদক ও দৈনিক ভোরের কাগজ পত্রিকার গোয়ালন্দ উপজেলা প্রতিনিধি আলিমুজ্জামান মিলনের দাদা। মৃত্যুকালে তিনি ৪ পুত্র ও ৪ কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। বুধবার রাত সাড়ে ৯টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
গোয়ালন্দের জনপ্রিয় ও সর্বজন শ্রদ্ধেয় এই শিক্ষকের মৃত্যুতে শোক জানিয়ে ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অসংখ্য স্ট্যাটস আপলোড করা হয়েছে। এই গুণি শিক্ষকের মৃত্যুতে রাজবাড়ীবিডি.কম এর পক্ষ থেকে গভীর শোক ও শোকসমতপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছে রাজবাড়ীবিডি পরিবার।