‘পরিকল্পিত পরিবার গড়ি, মাতৃমৃত্যু রোধ করি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার রাজবাড়ীতে পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে সেবা সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।
বেলা ১১টায় শহরের ৩নং বেড়াডাঙ্গার মা ও শিশু কল্যাণ কেন্দ্রে ফিতা কেটে সপ্তাহের উদ্ভোধন করেন রাজবাড়ী জেলা প্রশাসক মো. শওকত আলী।
এ সময় উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা পরিবার ও পরিকল্পনা অধিদপ্তরের উপ পরিচালক গোলাম মোহাম্মদ আজম, মা ও শিশু কল্যাণ কেন্দ্রের মেডিকেল অফিসার ডা. গোপাল চন্দ্র সুত্রধর, ডা. সিয়াম উল্লাহ, ডা. সুমি সাহা প্রমুখ।উদ্বোধনের পরে জেলা প্রশাসক আগত সেবা গ্রহীতাদের সাথে কথা বলেন এবং ঘুরে দেখেন।