মাসুদ রেজা শিশির ॥
রাজবাড়ীর পাংশা উপজেলা পৌর ও কলেজ ছাত্রদলের উদ্দ্যোগে সোমবার বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৩৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র্যালী কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
পাংশা উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ছাত্রদল নেতা মো. আরিফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজবাড়ী-২ আসনের সাবেক সংসদ মুক্তিযোদ্ধা মোঃ নাসিরুল হক সাবু।
এ সময় বক্তব্য রাখেন ছাত্রদল নেতা ফরিদ সরদার, ফরিদ হাসান, নাসির উদ্দিন মাছিম, গোলাম সরোয়ার বাবু, শামীম আহম্মেদ রুবেল, শফিউরøাহ সজিব রাজা, সুমন, রাকিব হোসেন, মোস্তফা কামাল, আরিফ, হিরোক, আমিরুল ইসলাম, রবি, এনামুল, এস এম জুয়েল আলম, বাহার, জুযেল, রোকনুজ্জামান, সজীব কাজী, মানিক শেখ প্রমুখ।
আলোচনা শেষে অতিথিদের নিয়ে কেক কাটা হয়। পরে দলীয় কার্যালয়ের সামনে থেকে এক বর্নাঢ্য র্যালী বের হয়।