সোহেল রানা ॥
“শান্তির জন্য পরিবর্তন পরিবর্তনের জন্য জাতীয় পার্টি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় পার্টির ৩২তম প্রতিষ্ঠা বার্ষিকী সোমবার দুপুরে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলাতে পালিত হয়েছে। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা, কেক কাটা, আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রতিষ্ঠা বার্ষিকী উপজেলা জাতীয় পার্টির আহবায়ক আশরাফ হোসেন মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় পার্টি কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও কেন্দ্রীয় মহিলা কমিটির যুগ্ন সম্পাদিকা মনোয়ার-ই-খোদা চৌধুরী মন্টি।
ন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, রাজবাড়ী জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক কোবায়দুর রহমান কোবেদ, মোঃ জাকির হোসেন, উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব মোঃ মোস্তাফিজুর রহমান, বাদশা, বকুল হোসেনসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।