মাসুদ রেজা শিশির ॥
রাজবাড়ীর পাংশায় “টেকনিক্যাল কাজ করি, টেকনিক্যাল বেতন স্কেল চাই” টেকনিক্যাল বেতন স্কেল ও পদমর্যাদা সহ ৪ দফা দাবীতে পাংশার কর্মরত স্বাস্থ্য সহকারীবৃন্দ কর্মবিরতি পালন করেছে। মঙ্গলবার পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্ত্বরে এ কর্মসূচী পালন করে স্বাস্থ্য সহকারীরা।
এ সময় বক্তব্য রাখেন, বাংলাদেশ স্বাস্থ্য সহকারী এ্যাসোসিয়েশন পাংশা উপজেলা শাখার সভাপতি দিপু মোহন মন্ডল, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, স্বাস্থ্য সহকারী হাবিব মুন্সী, বিপুল, জাওয়াদ হোসেন, আসমা, রহিমা, আনোয়ারা, চাঁদ সুলতানা, আক্কাস আলী ও নুরুন্নাহার প্রমুখ।
বক্তারা বেতন স্কেল সহ টেকনিক্যাল পদমর্যাদা, মাঠ/ভ্রমণ ভাতা ও ঝুঁকি ভাতা মূল বেতনের ৩০% হারে প্রদান, প্রতি ৬ হাজার জনগোষ্ঠির জন্য ১ জন করে স্বাস্থ্য সহকারী নিয়োগ, ১০% পোষ্য কোটা প্রবর্তন করার জন্য ৪ দফা দাবী আদায়ের উপর বক্তব্য রাখেন এবং ১ জানুয়ারি থেকে দাবী আদায় না হওয়া পর্যন্ত এ কর্ম বিরতি পালন চলমান থাকবে বলে জানান।
এ সময় পাংশা উপজেলায় কর্মরত সকল স্বাস্থ্য সহকারীবৃন্দ উপস্থিত ছিলেন।