৫ জানুয়ারী গনতন্ত্রের হত্যা দিবস উপলক্ষে রাজবাড়ী জেলা বিএনপির উদ্যোগে কালো পতাকা প্রদর্শন ও বিক্ষোভ মিছিল পুলিশের বাধার মধ্য দিয়ে পালিত হয়েছে।
শুক্রবার সকালে গনতন্ত্রের হত্যা দিবস উপলক্ষে জেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনগুলো শহরের রেলগেট চত্ত্বর এলাকা থেকে কালো পতাকা প্রদর্শনের মাধ্যমে বিক্ষোভ মিছিল করার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়।
এ সময় পুলিশের বাধার মুখে স্টেশন চত্ত্বর এলাকায় সংক্ষিপ্ত পথসভায় বক্তৃতা করেন জেলা বিএনপির সাধারন সম্পাদক হারুন অর রশিদ, সহ সভাপতি এ্যাডভোকেট এম এ খালেক প্রমুখ।