আবির হোসেন আবু ॥
মধুখালী উপজেলার মোট ৯৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ১৭টিতে প্রধান শিক্ষক ও ২৬টিতে সহকারী শিক্ষক পদ দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে।
এছাড়া বিভিন্ন সময়ে মাতৃত্বকালিন ছুটি ও ট্রেনিংয়ে রয়েছেন আরও ২৭ জন। এসব ছুটি এবং শিক্ষক সংকটের কারনে পাঠদান ব্যহত হচ্ছে বিভিন্ন বিদ্যালয়ে। দীর্ঘদিন ধরে নিয়োগ ও পদোন্নতি না থাকায় অনেক শিক্ষক বদলি এবং অবসরে চলে যাওয়ায় ৪৩টি পদ শূন্য হয়।
পাচকোড়কদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মশিউর রহমান বলেন, তার স্কুলে ১৭২ জন ছাত্রছাত্রী। পদ সংখ্যা ৬টি কিন্তু বর্তমানে শিক্ষক রয়েছে ৩ জন যা পাঠদানে সংকট সৃষ্টি করছে। এছাড়া প্রধান শিক্ষকের পদ প্রায় ২ বছর শুন্য রয়েছে।
কলইকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুকুমার সিকদার বলেন, স্কুলের ৪ টি পদের বিপরীতে রয়েছে ৩ জন। একজন ট্রেনিংএ রয়েছে।
এ ব্যাপারে উপজেলা শিক্ষা কর্মকর্তা ইসমাইল হোসেন বলেন, নিয়োগ ও পদন্নতি না থাকায় অনেক শিক্ষক বদলি ও অবসরে চলে যাওয়ার ফলে প্রায় ২ বছরের অধিক সময় ধরে কিছু পদ শূন্য হয়েছে। পরবর্তী নিয়োগে এসব শূন্য পদ পূরণ হবে বলে আশা করা যায়।