রাজবাড়ীতে ১১ দফা দাবীতে শিক্ষক কর্মচারী সংগ্রাম পরিষদের উদ্যোগে মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।
স্মারললিপি প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাংলাদেশ শিক্ষক সমিতি রাজবাড়ী জেলা শাখার সাধারন সম্পাদক আব্দুর রাজ্জাক মিয়া, কেন্দ্রীয় কমিটির সদস্য মাসুদ চৌধুরী, বাংলাদেশ শিক্ষক সমিতি রাজবাড়ী সদর উপজেলা শাখার সভাপতি ফরহাদ হোসেন, সাবেক সভাপতি সুশীল দত্ত তাপস, সহ-সভাপতি আব্দুল মান্নান সর্দার, সাংগঠনিক সম্পাদক ধীরেন্দ্রনাথ দাস, অর্থ সম্পাদক বিনয় কুমার বিশ্বাস প্রমুখ।
এ সময় রাজবাড়ী সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান মন্ত্রী বরাবর, শিক্ষা ব্যবস্থা জাতীয়করন, সরকারী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের ন্যায় বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের ৫% বার্ষিক প্রবৃদ্ধি, পূর্নাঙ্গ উৎসবভাতা,বাংলা নববর্ষ ভাতা, বাড়ী ভাড়া ও চিকিৎসা ভাতাসহ শিক্ষক-কর্মচারীদের ১১ দফা দাবী বাস্তবায়নের আবেদন করা হয়।