গোয়ালন্দ উপজেলার উজানচর মৃধাডাঙ্গা এলাকার একটি কলা বাগানে হানা দিয়ে অজ্ঞাত দুর্বৃত্তরা অর্ধশত ফলবান কলাগাছ কেটে ফেলেছে। বুধবার দিনগত রাতে এ ঘটনা ঘটে। বাগানের মালিক ওই এলাকার মনছের মৃধার ছেলে রুবেল মৃধা।
ক্ষতিগ্রস্থ রুবেল মৃধা রাজবাড়ীবিডিকে জানান, বুধবার রাতে কে বা কারা তার বাগানে হানা দিয়ে ৭-৮ মাস বয়সী এবং ফলবান মিলে অর্ধশতাধিক কলাগাছ মাঝামাঝি থেকে কেটে ফেলেছে। ৩ বছর আগে ৫০ শতাংশ জায়গায় তিনি এ বাগানটি করেছিলেন। দুর্বৃত্তদের ব্যাপারে সরাসরি কিছু না বললেও প্রতিবেশী বাবু ডাক্তারের সাথে ৪ দিন আগে তাদের জমি-জমা নিয়ে ঝগড়া হয় বলে জানান। তিনি এ বিষয়ে থানায় মামলার প্রস্তুতি নিচ্ছেন।
এ বিষয়ে বাবু ডাক্তার জানান, গত শনিবার রুবেল তাকে পিটিয়ে আহত করেছে। তিনি এখনো অসুস্থ্য হয়ে হাসপাতালে। কলাগাছ কাটার ব্যাপারে তিনি কিছু জানেন না।
গোয়ালন্দ ঘাট থানার ওসি মীর্জা একে আজাদ জানান, এ বিষয়ে কেউ কোন অভিযোগ করেন নি। তবে অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।