মাসুদ রেজা শিশির ॥
রাজবাড়ীর পাংশা উপজেলা প্রশাসনের আয়োজনে বর্তমান সরকারের অগ্রযাত্রার ৯ বছরের সাফল্য শীর্ষক ৩দিন ব্যাপী উন্নয়ন মেলা-২০১৮ এর শুভ উদ্বোধন হয়েছে।
বৃহস্পতিবার দুপুর ১২ টায় উপজেলা পরিষদ চত্ত্বরে ‘উন্নয়নের রোল মডেল, শেখ হাসিনার বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ মেলার শুভ উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মোঃ ফরিদ হাসান (ওদুদ)।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাখাওয়াত হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ,কে,এম শফিকুল মোরশেদ আরুজ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস শাহিদা আহমেদ, ভাইস চেয়ারম্যান মোস্তফা মাহমুদ হেনা মুন্সী, পাংশা থানার ওসি মোঃ মোফাজ্জেল হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শ্যামল কুমার বিশ্বাস।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) শেখ রাশেদউজ্জামান।