রাজবাড়ীতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে তিন দিন ব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে উন্নয়ন মেলা উপলক্ষে রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের আ¤্রকাননের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়। এ সময় র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মেলা প্রাঙ্গন বীর মুক্তিযোদ্ধা শহীদ খুশি রেলওয়ে ময়দানে এসে শেষ হয়।পড়ে সেখানে বেলুন ও পায়রা উড়িয়ে এ মেলার উদ্বোধন করেন অতিথিরা। উদ্বোধন শেষে জেলা প্রশাসক মোঃ শওকত আলীর সভাপতিত্বে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী -১ আসনের সংসদ সদস্য ও শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য কামরুন নাহার চৌধুরী লাভলী, জেলা পরিষদ চেয়ারম্যান ফকির আব্দুল জব্বার, রাজবাড়ী পৌরসভার মেয়র মহম্মদ আলী চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রেবেকা খান, অতিরিক্ত পুলিশ সুপার রাকিব খান প্রমূখ।
মেলায় জেলার সরকারী-বেসরকারী পর্যায়ের বিভিন্ন উন্নয়নমূলক চিত্র তুলে ধরে প্রদর্শন করেছে স্ব স্ব দপ্তর।