রাজবাড়ীর গোয়ালন্দে বৃহস্পতিবার দুপুরে ২ হাজার ৪শ পিস ইয়াবাসহ আলমগীর হোসেন বেপারীকে (৩২) গ্রেফতার করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর। সে রাজবাড়ী সদর উপজেলার বানিবহ এলাকার আবুল বেপারীর ছেলে।
রাজবাড়ী জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের উপ-পরিচালক রাজিব মিনা রাজবাড়ীবিডিকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরি ঘাট এলাকায় অভিযান চালিয়ে আলমগীরকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছে থাকা ২ হাজার ৪ শ পিছ ইয়াবা উদ্ধার করা হয়। এ ব্যপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আলমগীর চিন্থিত মাদক ব্যবসায়ী বলে তিনি জানান।