গোয়ালন্দে যুগান্তর স্বজন সমাবেশ আয়োজিত মহান বিজয় দিবস টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে উঠেছে সোহাগ স্মৃতি সংসদ ও নব জাগরণ ক্রীড়া সংঘ।
শুক্রবার সকাল ১০ টায় প্রথম সেমি ফাইনালে সোহাগ স্মৃতি সংসদ ও আফ্রিদি ফ্যান একাদশের মধ্যকার তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় নির্ধারিত অভার শেষে উভয় দল ৮৫ রান করতে সমর্থ হয়। পরে সুপার ওভারে সোহাগ স্মৃতি সংসদ জয়লাভ করে। বিকেলে দ্বিতীয় সেমি ফাইনার খেলায় প্রথমে ব্যাট করে চান্দু স্মৃতি সংসদ ৬৮ রান করতে সমর্থ হয়। পরে নব জাগরণ ক্রীড়া সংঘ ৪ উইকেট হাতে রেখেই জয়ের লক্ষে পৌছে যায়।
সেমি ফাইনাল খেলায় উপস্থিত ছিলেন প্রকৌশলী ফকির আ. মান্নান, ওয়াইসিএন নেট ওয়ার্কের ভাইস চেয়ারম্যান শেখ মো. মাইনদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী ওয়াহেদ খান, যুগান্তর প্রতিনিধি শামীম শেখ, টুর্নামেন্টের আহবায়ক সাজ্জাদ হোসেন, সচিব সোহাগ মিয়া প্রমূখ।