রাজবাড়ীর পাংশায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ-২০২২ উপলক্ষে মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রসাশন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে বৃহস্পতিবার উপজেলা পরিষদ চত্বরে এ মনববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
“সবার মাঝে ঐক্য গড়ি নারী শিশু নির্যাতন বন্ধ করি” প্রতিপাদ্যকে সামনে রেখে এ মানব বন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ আলী, পাংশা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাহমিদা খানম, সাবেক কাউন্সিলর নারী নেত্রী রাশিদা বেগম, নারী নেত্রীগনসহ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে কর্মরত কর্মকর্তা কর্মচারীগন। এছাড়াও উপজেলার বিভিন্ন এলকার শতাধিত নারী উপস্থিত ছিলেন।