রাজবাড়ী পৌরসভার ১ নম্বর বেরাডাঙ্গা তালতলা এলাকা থেকে ফারহান মন্ডল নামে পুলিশের এক ভুয়া উপ পরিদর্শক (এসআই) কে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। আটককৃত কথিত এসআই ফারহান মন্ডল রংপুর জেলার পিরগাছা এলাকার কাশেম মন্ডলের ছেলে।
শনিবার (৩ ডিসেম্বর) দুপুরে রাজবাড়ী পৌরসভার ১ নম্বর বেরাডাঙ্গা তালতলা এলাকায় তার শশুরের ভাড়া বাসা থেকে স্থানীয়দের সহযোগিতায় আটক করে পুলিশ।
রাজবাড়ী থানার উপ পরিদর্শক (এস আই) মাহাবুবুর রহমান জানান, আটককৃত ব্যাক্তি ফারহান পুলিশের এসআই পরিচয় দয়ে দশ মাস আগে পাচুরিয়া ইউনিয়নের জাফর মিয়ার মেয়েকে বিয়ে করে। দুই মাস ঘর সংসার করার পর নীজের শালাকে বিআরটিএতে চাকুরি দেওয়ার কথা বলে বিপুল পরিমান টাকা নিয়ে পালিয়ে যায় এবং একটি ভুয়া নিয়োগ পত্র প্রদান করে। এরপর সে আর শশুর বাড়িতে আসেনি। তার স্ত্রী টেলিফোনে যোগাযোগ করে তাকে গত রাতে রাজবাড়ী আসতে বলে এবং ভুয়া পুলিশ পরিচয় দিয়ে তাকে বিয়ে করেছে বলে স্থানীয়দের মাধ্যমে তাকে আটক করে পুলিশে খবর দেয়।
বিষয়টি জানতে পেরে পুলিশ ভুয়া এসআই ফারহানকে আটক করে রাজবাড়ী থানায় নিয়ে এসেছে। এ ব্যপারে আইনগত ব্যাবস্থা চলমান আছে।