যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ শেখ ফজলুল হক মনির ৮৪তম জন্ম দিন উপলক্ষে রাজবাড়ীতে আলোচনা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে রাজবাড়ী সদর উপজেলা যুবলীগের আয়োজনে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে রাজবাড়ী সদর উপজেলা যুবলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান শরীফ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক সফিকুল ইসলাম সফি। রাজবাড়ী সদর উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক মোঃ শওকত হাসান সঞ্চালনা করেন। সভা শেষে যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মনির রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করা হয়। পড়ে জন্মবার্ষিকী উপলক্ষে কেঁক কাটেন দলীয় নেতাকর্মীরা।