আবদুল হালিম বাবু ॥
রাজবাড়ী শহরের কলেজপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বৃহস্পতিবার সকালে কেকেএস ক্রীড়া উৎসব অনুষ্ঠিত হয়েছে।
১৮টি ইভেন্টে বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশগ্রহন করে। এসবের মধ্যে ছিলো সাধারন দৌড়, অংক দৌড়, ব্যালেন্স দৌড়, চকলেট দৌড়, ব্যাঙ দৌড়, বল নিক্ষেপ, গুপ্তধন উদ্ধার, মোরগ লড়াই প্রভৃতি। দুপুরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
পুরস্কার বিতরনের সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেকেএসের সহকারী নির্বাহী পরিচালক ফকীর জাহিদুল ইসলাম রুমন। বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিলকিস আক্তার, কেকেএসের কর্মসূচি সংগঠক ফয়েজুল হক কল্লোল প্রমূখ। প্রতিযোগিতার শুরুতে জাতীয় সংগীত পরিবেশন করে বিদ্যালয়ে শিক্ষার্থী। প্রতিযোগিতার উদ্বোধন করেন সাবেক কাউন্সিলর ও বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি আরবান আলী।
পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) আর্থিক ও কারিগরী সহযোগিতকায় কর্মজীবী কল্যান সংস্থা (কেকেএস) এই উৎসবের আয়োজন করে।
বক্তারা বলেন, খেলাধূলা করলে শিশুদের মন ও শরীর দুটোই ভলো থাকে। এ ধরনের প্রতিযোগিতা শিশু-কিশো দের মননশীল ও সুকুমার বৃত্তির উন্নয়ন, সংস্কৃতি, প্রগতিশীলতা, ইতিবাচক ও উন্নত মূল্যবোধ, অধ্যবসায়, সমাজের বড়দের প্রতি সম্মান প্রদর্শনে উৎসাহ প্রদানে সহায়তা করবে।