মাসুদ রেজা শিশির ॥
রাজবাড়ীর পাংশা উপজেলার কলিমহর ইউনিয়নের সাঁজুরিয়া জেহরা জেরীন উচ্চ বিদ্যালয়ে ২০১৮ সালের এসএসসি পরীক্ষার ফরম পুরনে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ উঠেছে।
জানাগেছে, ফরম ফিলাপে শিক্ষার্থীদের নিকট থেকে ৩৫০০-৪৫০০ টাকা আদায় করছে বিদ্যালয়টি। সূত্র জানায়, নির্বাচনী পরীক্ষায় ৯৭ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে ১৭ জন উত্তীর্ণ হয়েছে। অতিরিক্ত অর্থ আদায়ের লোভে নির্বাচনী পরীক্ষায় অধিকাংশ শিক্ষার্থীকে ৪-৯ বিষয়ে অকৃতকার্য করার অভিযোগ রয়েছে। অকৃতকার্য শিক্ষার্থীদের নিকট থেকে অতিরিক্ত অর্থ আদায় করে ফরম ফিলাপ সম্পন্ন করা হয়েছে।
২০১৮ সালের একাধিক পরীক্ষার্থী নাম প্রকাশ না করার শর্তে বলেন, আমরা সারা বছর বিদ্যালয়ের শিক্ষকদের নিকট প্রাইভেট পড়েছি। এ সত্ত্বেও ভাল পরীক্ষা দিয়েও নির্বাচনী পরীক্ষায় আমাদের উদ্দেশ্যমূলক ভাবে আমাদের অকৃতকার্য করা হয়েছে।
এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায়, প্রতিবছরই এ বিদ্যালয়টি এরূপ নিজেদের স্বার্থ চরিতার্থ করার হীন কর্মকান্ড করে আসছে। ৯৭ জনের মধ্যে যদি মাত্র ১৭ জন কৃতকার্য হয় তাহলে সারা বছর শিক্ষকেরা কি করেন?
এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক শের আলীর সঙ্গে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, ৯৭ জনের মধ্যে ১৭ জন কৃতকার্য হয়েছে সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, স্থানীয় চাপে অকৃতকার্য শিক্ষার্থীদের ফরম ফিলাপ করানো হয়েছে। অতিরিক্ত অর্থ নিচ্ছেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি এ প্রতিনিধিকে জানান, বিদ্যালয় নির্ধারিত ২৫০০ টাকা, ট্রাস্ট ফি, উন্নয়ন ফি ও বিবিধ বিষয়ের জন্য অতিরিক্ত অর্থ নেয়া হয়েছে।
এ ব্যাপারে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হারুন-অর রশিদ জানান, ফরম ফিলাপে অতিরিক্ত অর্থ আদায়ের বিষয়ে তিনি কিছুই জানেন না।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাখাওয়াত হোসেন জানান, অতিরিক্ত ফি আদায়ের ব্যাপারে হাইকোর্টে একটি রিট করা আছে। বোর্ড নির্ধারিত ফি ব্যতীত অতিরিক্ত অর্থ আদায় করলে তদন্ত সাপেক্ষে সংশিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
উলেখ্য যে, শিক্ষার্থীদের ফরম ফিলাপের ফি আদায়ের কোন রশিদ দেয়া হয়নি।