‘আপোষহীন উন্মোচন’ শ্লোগানকে লালন করে শুক্রবার সন্ধ্যায় আনুষ্ঠানিক ভাবে যাত্রা শুরু করলো রাজবাড়ীর গোয়ালন্দ থেকে প্রকাশিত ‘রাজবাড়ীবিডি.কম’।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গোয়ালন্দ বাজারের প্রধান সড়কে অনলাইনটির নিজস্ব কার্যালয়ে জাকজমক পূর্ণ পরিবেশে ‘রাজবাড়ীবিডি.কম’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
রাজবাড়ীবিডি.কম এর সম্পাদক আসজাদ হোসেন আজু শিকদারের সভাপতিত্বে ও উপদেষ্টা সম্পাদক ডা. রাজীব দে সরকারের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার আবু নাসার উদ্দিন, গোয়ালন্দ ঘাট থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. জিয়ারুল ইসলাম, উপজেলা সমাজ সেবা অফিসার জহুরুল ইসলাম, গোয়ালন্দ প্রেসক্লাবের সভাপতি ও কালেরকণ্ঠ প্রতিনিধি গণেশ চন্দ্র পাল, প্রথম আলো প্রতিনিধি এম রাশেদুল হক রায়হান, সময় টিভির জেলা প্রতিনিধি করিম ইছাক, দৈনিক বনিকবার্তা ও ৭১টিভি’র জেলা প্রতিনিধি মেহেদী হাসান, বিশিষ্ট ব্যাবসায়ী শেখ মো. নজরুল ইসলাম, গোয়ালন্দ কামরুল ইসলাম সরকারী কলেজের প্রভাষক রমেশ আগরওয়ালা, যুগান্তরের জেলা প্রতিনিধি হেলাল মাহমুদ, উপজেলা প্রতিনিধি শামীম শেখ, নয়াদিগন্ত প্রতিনিধি মেহেদুল হাসান আক্কাছ, সংবাদ প্রতিনিধি শেখ রাজীব, নিউজ২৪ টিভির জেলা প্রতিনিধি শফিকুল ইসলাম শামীম, ইত্তেফাক পত্রিকার জেলা প্রতিনিধি মাহফুজুর রহমান, আলোকিত বাংলাদেশ প্রতিনিধি উদয় দাস, রাজবাড়ীবিডি.কম এর নির্বাহী সম্পাদক ও দৈনিক ভোরের কাগজ প্রতিনিধি আলিমুজ্জামান মিলন, রাজবাড়ীবিডি.কম এর বার্তা সম্পাদক কুদ্দুসুল আলম, আইসিটি সম্পাদক নাছিম মাহমুদ ইভান প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা রাজবাড়ীবিডি.কম এর কাছে বস্তুনিষ্ঠ সংবাদের পাশাপাশি সামাজিক সচেতনতা তৈরীতে কাজ করার আহবান জানান। যাতে পিছিয়ে পড়া জনসাধারকে সামাজিক উন্নয়নে সামিল করা যায়।
[metaslider id=714]
Go Ahead with Honesty