রাজবাড়ী সদর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে গত রবিবার সকালে “মুজিববর্ষ ২০২০: ডিজিটাল বাংলাদেশ বির্নিমাণে আমাদের করণীয়” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান বক্তা ছিলেন, রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (আইসটি ও শিক্ষা) আমিনুল ইসলাম। সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাঈদুজ্জামান খানের সঞ্চলনায় আরো বক্তৃতা করেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডঃ ইমদাদুল হক বিশ^াস, সচেতন নাগরিক কমিটির সভাপতি প্রফেসর শংকর চন্দ্র সিনহা, আইসিটি অধিদপ্তরের সহকারী প্রোগ্রামার মোঃ আব্দুল করিম। উপস্থিত ছিলেন, রাজবাড়ী প্রেসকাবের সহ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, উপজেলা সমবায় অফিসার সেলিনা পারভীন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আতাহার আলী, উপজেলা মৎস্য অফিসার সাঈদ আহম্মেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ইকবাল হাসান, রাজবাড়ী সরকারী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক প্রদ্যুত কুমার দাসসহ বিভিন্ন স্কুলের শিক্ষা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
