গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরি ঘাটে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ব্যাপক সংবর্ধনা দিয়েছেন স্থানীয় আওয়ামীলীগ ও রাজবাড়ী জেলা প্রশাসন।
বৃহস্পতিবার বেলা ১২টার দিকে বিপুল সংখ্যক নেতা-কর্মী ও প্রশাসনের উর্দ্ধতন করর্মকর্তারা ফেরি ঘাটে উপস্থিত থেকে মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছার মধ্যদিয়ে সংবর্ধনা জানান।আগে থেকেই ফেরিঘাটে উপস্থিত ছিলেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক কাজী কেরামত আলী, রাজবাড়ীর জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) ড. একেএম আজাদুর রহমান, পুলিশ সুপার সালমা বেগম, অতিরিক্ত জেলা প্রশাসক রেবেকা খান, রাজবাড়ী পৌরসভার মেয়র মহাম্মদ আলী চৌধুরী, গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান এবিএম নুরুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার আবু নাসার উদ্দিন, রাজবাড়ী -১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলীর স্ত্রী রেবেকা সুলতানা, মেয়ে কানিজ ফাতেমা চৈতী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি নুরুজ্জামান মিয়া, সাধারন সম্পাদক ও দৌলতদিয়া ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম মন্ডল, দেবগ্রাম ইউপি চেয়ারম্যান আতর আলী সরদার, ছোটভাকলা ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেনসহ আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
উল্লেখ্য স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল রাজবাড়ীর বালিয়াকান্দিতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টশনের উদ্বোধন করবেন। পরে সেখানে আওয়ামীলীগ আয়োজিত কর্মীসভায় বক্তব্য রাখবেন।