হারুন-অর-রশীদ, ফরিদপুর থেকে ॥
কিডনি রোগে আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ফরিদপুরের নগরকান্দা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নগরকান্দা উপজেলা মহিলা দলের সভাপতি রওশন আরা বেগমকে দেখতে হাসপাতালে গিয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।
বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ শুক্রবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি নেত্রী রওশন আরা বেগমের কেবিনে গিয়ে তার শয্যাপাশে বসে তার চিকিৎসার খোঁজখবর নেন এবং তার আশু রোগমুক্তি কামনা করেন।
নগরকান্দা উপজেলা বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক ও উপজেলা মহিলা দলের সভানেত্রী রওশন আরা বেগম বিএনপির সমর্থনে ২০১৪ সালে অনুষ্ঠিতব্য নগরকান্দা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। কিডনি রোগে আক্রান্ত হয়ে কিছুদিন ধরে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন। রওশন আরা বেগম তার আশু রোগমুক্তির জন্য নগরকান্দা উপজেলাবাসীর কাছে দোয়া চেয়েছেন।