মাসুদ রেজা শিশির ॥
রাজবাড়ীর কালুখালী উপজেলার শাওরাইল ইউনিয়নের পাতুরিয়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে শনিবার ভোরে হামলা চালিয়ে তিন জনকে গুরুত্বর আহত করেছে।
আহতরা হলেন মহসীন সরদার, মহসীন সরদারের স্ত্রী আলেয়া পারভীন, মহসীন সরদারের ছেলে আমিরুল ইসলাম। স্থানীয়রা আহতদের উদ্ধার করে পাংশা হাসপাতালে ভর্তি করেন।
হাসপাতালে চিকিৎসাধীন আমিরুল ইসলাম জানান, শনিবার ভোরে একই ইউনিয়নের ভিটি গ্রামের আঞ্জু, সেলিম, মঞ্জু, সবুজ, উজ্জলসহ বেশ কয়েকজন অর্তকৃত হামলা চালায়। এ ব্যাপারে কালুখালী থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।