রাজবাড়ীর গোয়ালন্দে নানা কর্মসূচির মধ্যে দিয়ে আওয়ামী যুবলীগের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে রোববার বিকেলে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়।
রোববার বিকেল ৪টায় গোয়ালন্দ শহীদ স্মৃতি সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় মাঠ থেকে বের করা হয় বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রা। শোয়াযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে ফিরে আসে। পরে সেখানে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এর আগে উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে এ উপলক্ষে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বন্ধবন্ধু ও যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ মনি’র প্রতিকৃতিতে মাল্যদান করা হয়।উপজেলা যুবলীগ সভাপতি ইউনুছ মোল্লার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক কাজী কেরামত আলী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার, গোয়ালন্দ উপজেলা পরিষদ চেয়ারম্যান এবিএম নুরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি নুরুজ্জামান মিয়া, সাধারন সম্পাদক নুরুল ইসলাম মন্ডল, সাংসদ কাজী কেরামত আলীর সহধর্মীনি রেবেকা সুলতানা, কন্যা কানিজ ফাতেমা চৈতি, যুগ্ন আহবায়ক আবুল হোসেন শিকদার, জাহাঙ্গীর জলিল, গোয়ালন্দ উপজেলা যুবলীগের সাবেক সাধারন সম্পাদক ও পৌর কাউন্সিলর নাসির উদ্দিন রনি, উপজেলা ছাত্রলীগের সভাপতি এবিএম বাতেন প্রমুখ। সভা পরিচালনা করেন গোয়ালন্দ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মন্ডল।
অনুষ্ঠানের প্রধান অতিথি কাজী কেরামত আলী এমপি স্বপরিবারে অনুষ্ঠানস্থলে পৌঁছালে তাদেরকে ফুলের পাপড়ি ছিটিয়ে স্বাগত জানানো হয়।