দশ দিনের ভারত সফর শেষে সোমবার নিজ অফিসের ফিরে সহকর্মীদের ফুলেল শুভেচ্ছা আর ভালোবাসায় সিক্ত হলেন রাজবাড়ীর জেলা প্রশাসক মো. শওকত আলী।
তিনি গত ১৫ নভেম্বর দশ দিনের বিশেষ প্রশিক্ষণে অংশ নিতে ভারতে গমন করেন। ১৫ হতে ২৪ নভেম্বর পর্যন্ত ভারতের মুসৌরিতে অবস্থিত ন্যাশনাল সেন্টার ফর গুড গভর্ন্যান্স (এনসিজিজি)তে অনুষ্ঠিতব্য জেলা প্রশাসকদের জন্য ‘স্পেশাল ট্রেনিং প্রোগ্রাম ফর ডেপুটি কমিশনারস অব বাংলাদেশ’-এ অংশগ্রহণ করেন।
রাজবাড়ীসহ বাংলাদেশের মোট ১৮টি জেলার জেলা প্রশাসক এই প্রশিক্ষণে অংশ নেন।