রাজবাড়ীর গোয়ালন্দে বাংলাদেশ স্কাউটসের উপজেলা শাখার ত্রিবার্ষিক কাউন্সিল মঙ্গলবার দুপুর ১২টায় অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা ইনডোর স্টেডিমায়ে অনুষ্ঠিত কাউন্সিলে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. আবু নাসার উদ্দিন। এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটসের সহকারী পরিচালক সাকিলা ইয়াসমিন, সহকারী কমিশনার (ভুমি) শেখ আবদুল্লাহ সাদিদ, উপজেলা শিক্ষা অফিসার আব্দুল মালেক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাসুদুর রহমান, উপজেলা সমাজ সেবা অফিসার জহুরুল ইসলাম, বাংলাদেশ স্কাউটসের রাজবাড়ী জেলা প্রতিনিধি সুকুমার বিশ^াসসহ উপজেলার ২০টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও স্কাউট লিডারগন।
কাউন্সিলে শাহাজদ্দিন মন্ডল ইন্সটিটিউটে প্রধান শিক্ষক আরিফা বেগমকে সম্পাদক, চর বরাট শিশু সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ইদ্রিস আলীকে যুগ্ন সম্পাদক, নগরবাসী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিমল কুমার রায়কে কোষাধ্যক্ষ ও বাহাদুর পুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদা আক্তারকে কমিশনার করে কমিটি গঠন করা হয়।
আগামীতে গোয়ালন্দ উপজেলায় শতভাগ স্কাউট ইউনিট গঠনের প্রত্যয় নিয়ে কাউন্সিলের সমাপ্তি ঘোষনা করা হয়।