ঘন কুয়াশার কারণে দেশের ব্যস্ততম দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে বুধবার দীর্ঘ সময় বন্ধ থাকার পর ফেরি চলাচল শুরু হয়েছে। এসময় ৮টি ফেরি মাঝ নদীতে দিক হারিয়ে নোঙর করে থাকতে বাধ্য হয়। দীর্ঘ সময় ফেরি বন্ধ থাকায় শত শত যানবাহন আটকে যাত্রী ও সংশ্লিষ্টরা দূর্ভোগের শিকার হন।
বিআইডব্লিউটিসি দেড় ঘন্টা ফেরি সার্ভিস বন্ধ থাকার কথা দাবি করলেও ভুক্তভোগী একাধিক যাত্রীরা জানান বুধবার ভোর ৫টা থেকে সকাল ৯টা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ ছিল।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া অফিস সূত্রে জানা যায়, বুধবার ভোরে নদী অববাহিকায় তীব্র ঘন কুয়াশা পড়তে থাকে। সকাল ৭টার দিকে ঘন কুয়াশার কারণে নৌরুটের মার্কিং বাতি অস্পষ্ট হয়ে যায়। এতে দুর্ঘটনা এড়াতে ফেরিসহ সব নৌযান চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। টানা দেড় ঘণ্টা ফেরি, লঞ্চসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ থাকার পর কুয়াশার ঘনত্ব অনেকটা কমে এলে সকাল সাড়ে ৮টার দিকে পুনরায় রুটে নৌযান চলাচল শুরু হয়। কুয়াশাকালীন সময়ে উভয় ঘাট থেকে যাত্রী ও যানবাহনের পূর্ণ লোড নিয়ে রোরো ফেরি শাহজালাল, খানজাহান আলী, এনায়েতপুরী, কেটাইপ ফেরি কুমারী, কাবেরী, ইউটিলিটি ফেরি বনলতা, চন্দ্রমল্লিকা, মাধবীলতা দিক হারিয়ে মাঝ নদীতে নোঙর করে থাকতে বাধ্য হয়।
মাঝ নদীতে আটকে থাকা ইউটিলিটি ফেরি চন্দ্রমল্লিকার যাত্রী শহিদুল ইসলাম রাজবাড়ীবিডিকে জানান, দৌলতদিয়া ঘাট থেকে ছেড়ে এসে ভোর ৫টার সময় তাদের ফেরিটি মাঝ নদীতে আটকা পরে। সেখানে টানা ৯টা পর্যন্ত নোঙর করে থেকে পুনরায় পাটুরিয়ার উদ্দেশ্যে রওনা দেয়। এ সময় যাত্রীদের চরম দুর্ভোগে পড়তে হয়।
বিআইডব্লিউটিসি’র দৌলতদিয়া অফিসের ব্যবস্থাপক মো. শফিকুল ইসলাম রাজবাড়ীবিডিকে জানান, কুয়াশার কারণে প্রায় ঘন্টা দেড়েক ফেরি চলাচল বন্ধ ছিল। এতে নদী পারাপার হতে আসা কিছু যানবাহন সিরিয়ালে আটকা পড়েছে।