রাজবাড়ীতে বৃহস্পতিবার দুপুরে জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. শওকত আলী।
সভায় উপস্থিত ছিলেন রাজবাড়ীর সিভিল সার্জন ডা. রহিম বক্স, রাজবাড়ী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ রফিকুল ইসলাম, রাজবাড়ীর সিনিয়র সহকারী পুলিশ সুপার ফজলুল করিম, রাজবাড়ী পৌরসভার মেয়র মহম্মদ আলী চৌধুরী, গোয়ালন্দ পৌরসভার মেয়র শেখ মো. নিজাম, অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি ও শিক্ষা) সাখাওয়াত হোসেন, কালুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী সাইফুল ইসলাম, পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ফরিদ হাসান ওদুদ, গোয়ালন্দ উপজেলা উপজেলা পরিষদের নুরুল ইসলামসহ উপজেলা নির্বাহী অফিসার বৃন্দ উপস্থিত ছিলেন।
পরে একই স্থানে জাতীয় শুদ্ধাচার কৌশলের ব্যাপক প্রচার এবং জনঅবহিতকরণের জন্য মতবিনিময় সভা এবং জেলা পণ্য বিপণন মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত হয়।