রাজবাড়ী ॥
“দেশ ও জনগনের অতন্দ্র প্রহরী” এই প্রতিপাদ্যকে বুকে ধারন করে রাজবাড়ীতে মুক্তিযোদ্ধা দিবস পালিত হয়েছে।
শুক্রবার সকালে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ রাজবাড়ী সদর উপজেলা ও জেলা ইউনিট কমান্ডের আয়োজনে দিবসটি উপলক্ষে জেলা মুক্তিযোদ্ধা সংসদ থেকে শহরে একটি র্যালী বের হয়।
এ সময় র্যালীটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে স্থাপিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন মুক্তিযোদ্ধারা।
পরে জেলা প্রশাসকের কার্যালয়ের আ¤্রকানণ চত্ত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের ভারপ্রাপ্ত জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার মোঃ আজমাদ হোসেন মন্টু, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন দুলাল, দপ্তর সম্পাদক মোঃ নুরুজ্জামান, রাজবাড়ী সদর উপজেলা ইউনিট কমান্ডার আব্দুল জলিল, সাবেক কমান্ডার আবু তালেব, সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন, যুদ্ধকালীন কমান্ডার আবুল হাসেম বাকাউল। এছাড়া এসময় জেলার প্রতিটি উপজেলার মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।
SAMSUNG CAMERA PICTURESবালিয়াকান্দি ॥
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ বালিয়াকান্দি ইউনিট কমান্ডের আয়োজনে মুক্তিযোদ্ধা দিবসে বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে বালিয়াকান্দি উপজেলা চত্বরে উপজেলার মুক্তিযোদ্ধারা সমবেত হয়ে একটি র্যালী বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। র্যালী শেষে উপজেলা পরিষদের সামনে এসে শেষ হয়।
র্যালীতে নেতৃত্ব দেন, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মতিন ফেরদৌস, মুক্তিযোদ্ধা আজিমুদ্দিন সেখ, মুন্সি রেজাউল করিম, সিরাজুল ইসলাম, লিয়াকত আলী খান সহ উপজেলার সর্বস্তরের মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধার সন্তান ও মুক্তিযুদ্ধোর স্বপক্ষের লোকজন অংশগ্রহন করেন।