রাজবাড়ীতে সংখ্যালঘু সম্প্রদায়ের এক প্রবাসীর স্ত্রী ও সন্তানকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় রাজবাড়ী পৌরসভার ৩নং ওয়ার্ডের আতা মোল্লার বাড়ীর ভাড়াটিয়া ঢাকা এফডিসি’র কথিত ক্যামেরা ম্যানের সহকারী আকাশ ইকবালের (৪০) বোন বিউটি খাতুনকে (৩২) পুলিশ গ্রেপ্তার করেছে।
ওই ঘটনার ৫দিন পর গত বুধবার রাতে প্রবাসীর ৯ বছর বয়সী শিশু সন্তানকে উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে গত বৃহস্পতিবার বিকাল পর্যন্ত ওই গৃহবধুকে (২৬) উদ্ধার এবং ঘটনার নায়ক আকাশ ইকবালকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
ওই গৃহবধু মা বলেন, ১২ বছর আগে তার মেয়ের অন্য জেলায় বিয়ে হয়। বর্তমানে মেয়ের স্বামী বিদেশ অবস্থান করছে। যে কারণে তিনি নাতিসহ মেয়ে তার বাড়ীতে এনে রাখেন। সাম্প্রতিক সময়ে তার মেয়ের সাথে এফডিসিতে কাজ করা আকাশ ইকবালের পরিচয় হয়। ওই পরিচয়ের সূত্র ধরে তার মেয়েকে চিত্র নায়িকা বানানোর প্রলোভন দেখায়। এতে তার মেয়ে রাজি না হওয়ায় আকাশ ইকবাল ক্ষুব্দ হয় এবং তার মেয়ের ক্ষতি করতে উঠেপরে লাগে। যার অংশ হিসেবে গত ২৫ নভেম্বর সকালে তার মেয়ে শিশু নাতিকে স্কুলে দেবার জন্য যায়। তারা স্কুলের কাছাকাছি পৌঁছতেই আকাশ ইকবালসহ অজ্ঞাত আরো ২/৩ জন তার মেয়ে ও নাতিকে জোর পূর্বক অপহরণ করে একটি মাইক্রেবাসে তুলে নিয়ে যায়। এরপর থেকে তার মেয়ের কোন সন্ধান তারা পাচ্ছেন না। যে কারণে তিনি গত বুধবার রাতে রাজবাড়ী থানায় আকাশ ইকবালকে প্রধান আসামি করে একটি মামলা দায়ের করেছেন।
রাজবাড়ী থানার এসআই জাহিদুল ইসলাম বলেন, পুলিশি তৎপরতায় রাতেই অপহৃত শিশুকে উদ্ধার করা সম্ভব হয়েছে। সেই সাথে ওই গৃহবধুকে উদ্ধার এবং প্রধান আসামিকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। ইতোমধ্যেই প্রধান আসামির বোনকে গ্রেপ্তার করা হয়েছে।